উম্মে কুলসুম মৌ,বীরগঞ্জ,দিনাজপুরঃ-
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পানি সংকট।এসব জায়গায় ফাল্গুন মাস থেকেই শুরু হয় পানি সমস্যা।৪৫ ফুট নিচে নেমে যায় পানির স্তর।ফলে বাসাবাড়ির সাধারণ টিউবওয়েল ও সেচযন্ত্রে মিলছে না পর্যাপ্ত পানি।পুকুরগুলোও শুকিয়ে যায় ফলে মাছ চাষ অসম্ভব হয়ে পড়ে এ সময়।
সরেজমিনে দেখা গেছে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর,পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের কিছু কিছু স্থানে টিউবওয়েল থেকে পানি তুলে নিত্যদিনের চাহিদা পূরণে করতে পারছে না স্থানীয় বাসিন্দারা।তারা জানায়,এক ঘন্টা টিউবওয়েল চাপলেও এক বেলা চলার মতো পানি বের হয়না।ফলে সুপেয় পানিসহ দৈনন্দিন পানির ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।তবে বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে প্রচুর বৃষ্টিপাত হলে কিছুটা টিউবওয়েলের পানি উঠে।
এমতাবস্থায় এসব এলাকায় ইউনিয়ন ও উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কর্তৃক ব্যবস্থ্যাকৃত পাম্প ও সাবমারসিবল পাম্প থেকে পানি নিয়ে কোনোমতো পানির চাহিদা মিটিয়ে জীবনযাপন করছে এই সমস্ত এলাকার মানুষেরা।
Leave a Reply