সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
অগ্নিগর্ভ ভারতের মণিপুরে দুস্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কমান্ডোর। আহত হয়েছে ৫ জন। জানা যায়, মৃত পুলিশ কমান্ডোর নাম হীরেন। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার মণিপুর রাজ্যের উত্তর পূর্বের বিষ্ণপুর জেলায় এক পুলিশি অভিযান চলছিল। সেই সময়ই আচমকা দুস্কৃতীরা গুলি চালাতে থাকে। আর সেই সময়ই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হীরেন নামের ওই কমান্ডোর। পুলিশের সন্দেহ, এই হামলার পিছনে উগ্রপন্থীদের হাত রয়েছে। বুধবার দুস্কৃতীদের গুলিতে আহত হন আসাম রাইফেলসের জওয়ান। এরপর বৃহস্পতিবার আরও বড় হামলার ঘটনা ঘটল পুলিশের উপরে। বিগত কয়েক সপ্তাহ ধরেই মণিপুর রাজ্যে অশান্তি চলছে। এর মূলে রয়েছে জনজাতির সঙ্গে আদিবাসীদের সংঘাত।
Leave a Reply