সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরার উদয়পুর গোমতী নদীতে। শুক্রবার দুপুরে তিন বন্ধু নদীতে স্নান করতে যায়। স্নানের সময় সায়ন পাল (২২) নিখোঁজ হয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে প্রতিবেশীরা দৌঁড়ে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে ও। তারা এসে তল্লাশি শুরু করেছে। এ পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। কলেজ পড়ুয়া সায়ন পাল উদয়পুর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের বাহাদুর পালের ছেলে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply