উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দিনাজপুর জেলার বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মুরাদ র্যাবের অভিযানে হাতেনাতে ধরা পড়েছে।দিনাজপুর র্যাব গোপন তথ্যের ভিত্তিতে ১২ মে (শনিবার) রাতে মাদক ব্যবসায়ী মুরাদের পৌর শহরের পাহাড়পুরের বাড়ির পাশে তাক করে থাকে।র্যাব জানায় অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী কাঁচা আমের বস্তার মধ্যে কৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ লুকিয়ে ট্রাকে লোড করার সময় ধরা পড়ে।র্যাব ৪ টি বস্তার মধ্যে ২৪৮ টি বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করে।
র্যাব সূত্রে আরও জানা যায় দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মূলহোতা এই আসামি মুরাদ।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি আব্দুর রহমান মুরাদ স্বীকার করে যে সে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকায় তার পরিচালিত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে ফেন্সিগ্রীপ সংগ্রহ করে এবং দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।
মাদক ব্যবসায়ী মুরাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং আসামি মুরাদকে জেল কারাগারে পাঠানো হয়।
Leave a Reply