আশীষ দাশ গুপ্ত, হবিগঞ্জ প্রতিনিধিঃ-
ধর্মীয় সংখ্যালঘু সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের আগের হবিগঞ্জ জেলা আহবায় কমিটির আহবায়ক এডভোকেট পূর্ণবত চৌধুরী বিভু অসাধারণ সম্পাদক শংকর পাল স্বাক্ষরিত লাখাই উপজেলা একটি আহবায়ক কমিটি গঠন নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার ১১ মে মুড়াকুরি ইউনিয়ন ১২ মে শুক্রবার বুল্লা ইউনিয়ন ১৩ মে শনিবার মুড়িয়াউক ইউনিয়ন ও বামৈ ইউনিয়ন ১৫ মে রবিবার লাখাই ইউনিয়ন ঐক্য পরিষদের সম্মেলন শুরু হয়। ঐক্য পরিষদের লাখাই উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব ও বল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট কখন চন্দ্র গোপ এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জ্যোতি রঞ্জন সিংহা স্বপন, কমিটির সদস্য রঞ্জন দাস ও সুনিল দাসের সভাপতিত্বে এডভোকেট খোকন চন্দ্র গোপ, অমিত ভট্টাচার্য, আশীষ দাশ গুপ্ত, সম্পাদ রায় এর পরিচালনায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামী, আহবায়ক কমিটির সদস্য রঞ্জন দাস, নিবারণ সূত্রধর, নিরঞ্জন দাস, প্রানেশ রঞ্জন দাশ, দেবাশীষ দেব, লিটন সূত্রধরের মলয় দেব, অজয় দাস কৃষ্ণ বনিক, বিরাজ চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, সামল চন্দ্র রায়, রিপন দেব, বিধান বনিক, অসিত দাস, সহ আরও অনেক নেতৃবৃন্দ
উপজেলার ইউনিয়ন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো লাখাই ইউনিয়নের সভাপতি মরেন্দ্র চন্দ্র দাস সাধারণ সম্পাদক অরিন্দম চক্রবর্তী রনি সাংগঠনিক সম্পাদক অতুল রায়, মোড়াকরি ইউনিয়নের সভাপতি -: শ্রী কৃষ্ণ চরণ পাল। সম্পাদক -: শ্রী সমীর চন্দ্র পাল বুল্লা ইউনিয়নের সভাপতি -: শ্রী দেবদুলাল রায়।সম্পাদক -: শ্রী মিন্টু চন্দ্র দাস চন্দ্রোদয়।মুড়িয়াউক ইউনিয়ন সভাপতি – শ্রী রাজীব রায় সম্পাদক -রবিন্দ্র সরকার বামৈ ইউনিয়ন কমিটিরসভাপতি -: শ্রী সমীরন শীল সম্পাদক-: শ্রী সাগর দাস,
বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান নাগরিকদের একটি অরাজনৈতিক সংগঠন। এটি ১৯৮৮ সালে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়। প্রয়াত বীর উত্তম মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত সংগঠনটির প্রতিষ্ঠা করেন। হাটি হাটি পা পা করে গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই সংগঠনটি।
Leave a Reply