মেহেদী সুমন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘ এক যুগ পরে আগামী ২০মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
আর এই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
রবিবার বেলা ১১টায় উপজেলার ভাগ্যকুল রোডস্থ এম রহমান মার্কেটে চেয়ারম্যানের নিজ কার্য্যালয়ে উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে তিনি এই ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের কোষাধক্ষ মফিদুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি হাজী মোখলেছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মুনসুর, কার্যকরী সদস্য খলিলুর রহমান মাস্টার,কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি এম মাহবুল্লাহ কিসমত, রাঢীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান বারি, পাটাভোগ ইউপি চেয়ারম্যান ও উজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, শ্যামসিদ্দি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন,তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর,
আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, হাসাড়া ইউনিয়নের সভাপতি আহসান হাবিব, শ্রীনগর ইউনিয়নে সভাপতি আমজাদ হোসেন আলমাস, সাঃ সম্পাদক সিরাজুল ইসলাম, তন্তর ইউনিয়নের সাঃ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু,কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মসিউর রহমান মামুন দীর্ঘদিন জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে সে উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
Leave a Reply