উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
গত ১৫ ই মে (সোমবার) রাত সাড়ে আটটায় চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহ্বায়ক শ্রী শিশির চন্দ্র রায় ট্রাকের চাপায় মৃত্যুবরণ করেন।১৬ ই মে (মঙ্গলবার) তাঁর অন্তিম কৃত্য সম্পন্ন হয়।তাঁর হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সম্মেলন কমিটি।
উক্ত কমিটির সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম বলেন,”আমরা একজন সহযোদ্ধা রাজনীতিবিদকে হারালাম।”তিনি নিহতের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।তিনিসহ আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক শ্রী মিহির কুমার রায়,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব ৯ নং ভিয়াইল ইউনিয়ন শাখা শ্রী দিপু চন্দ্র রায়,৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম বাদল ও ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন শাখার সদস্য সচিব মোঃ মোরশেদ আলীসহ আরও অনেকে।
Leave a Reply