1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতনের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪২ বার পঠিত

আরিফ খান শুভ, স্টাফ রিপোর্টারঃ-

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এর ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় অচেনা এক ট্রাকের ধাক্কায় আন্ত:জেলা ট্রাক-চালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতন (৫০) এর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাক টার্মিনাল এর সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম রতন বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক-চালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা। এদিকে তার মৃত্যুতে খবর পেয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক ট্রার্মিনাল এর সামনের রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে মেরে দ্রুত পালিয়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিটাগাংরোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে মেরে চলে যান। সড়ক ফাঁকা থাকায় ঘাতক গাড়ি চালক দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park