সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দালাল চক্রের হাত ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ত্রিপুরা পুলিশের হাতে পাকড়াও হলেন ৫ জন রোহিঙ্গা নাগরিক। জানা যায়, শুক্রবার ধর্মনগর রেলস্টেশনে ধর্মনগর থানা পুলিশের হাতে ধরা পড়ে ৫ জন রোহিঙ্গা নাগরিক। আটককৃত ৫ জন রোহিঙ্গা মধ্যে রয়েছে ৩ জন ছেলে এবং ২ জন মেয়ে। পুলিশ তাদের প্রত্যেকের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে। ধৃতরা হলেন যথাক্রমে নুর কুলিমা, মোহাম্মদ শাহ, রোজিনা বেগম, উমরুল্লা এবং মোহাম্মদ রিরিয়ান। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তাদের সঙ্গে রুকসার বিবি নামে আরও ১ জন মহিলা ছিল। তারা সবাই বাংলাদেশের কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ছিলেন। বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশের মোহাম্মদ আলম নামে একব্যক্তি তাদেরকে ভারতীয় আধারকার্ড বানিয়ে টাকার বিনিময়ে ভারতে আসার ব্যবস্থা করে দেয়। এবং তাদেরকে বাংলাদেশের কুমিল্লা হয়ে কাটাতারের ফেন্সিং কেটে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। বিনিময়ে প্রত্যেকে দালালকে ২৫ হাজার টাকা করে দিয়ে আগরতলাতে প্রবেশ করে। এবং আগরতলা আসার পর রুকসার বিবি অন্য একজনের বাইকে করে পালিয়ে যায়। পরে তারা আগরতলা থেকে ধর্মনগরে আসেন। এখান থেকে তারা জম্মু- কাশ্মীরে যাওয়া মতলবে ছিল। কিন্তু ধর্মনগর রেল স্টেশনে পৌঁছলে ধর্মনগর পুলিশের হাতে তারা ধরা পড়ে যান। ধৃতরা বতর্মানে ধর্মনগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
Leave a Reply