সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভাত দিতে দেরি হওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে কুড়ুল দিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে শনিবার। তবে অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন, তার চিকিৎসা ও চলছে। তাই পুলিশ তাকে প্রথমে আটক করে। তাকে আদালতে পেশ করে হোমে পাঠাতে চায় পুলিশ। মথুরাপুরের কাটানখালি এলাকার বাসিন্দা জাহানারা বিবি( ৪০) ছেলে রফিকুল (১৯)কে নিয়ে তাঁর সমস্যা। রফিকুল মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে। শনিবার সন্ধ্যায় বাড়িতে ছিল রফিকুল। ভাত খেতে চেয়েছিল। সে সময় ভাত রান্না করছিলেন মা জাহানারা। রফিকুল ধৈর্য্য ধরতে পারেনি। ভাত দিতে দেরি হওয়ায় আচমকা খেপে যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়ুল দিয়ে রফিকুল মাকে কোপাতে থাকে। রক্তারক্তি কান্ড ঘটে যায়। প্রতিবেশীরা তাড়াতাড়ি জাহানারা বিবিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত রফিকুলেরই এক সম্পর্কিত বোন থানায় অভিযোগ জানায়। তার অভিযোগের ভিত্তিতে রফিকুলকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ কিন্তু সে মানসিকভাবে সুস্থ নয়। চিকিৎসা চলছে। মন্দিরবাজারের ডিএসপি বিশ্বজিৎ নস্কর সাংবাদিকদের জানিয়েছেন, রফিকুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাকে পাভলভ হাসপাতালে পাঠানো হবে। তবে মাথা গরম করে মাকে এভাবে খুন করা রফিকুলকে নিয়ে আতংকিত পরিবার ও প্রতিবেশীরা।
Leave a Reply