নিজস্ব প্রতিবেদকঃ-
তোমার জন্য আমাদের দৈনিক প্রতিদিনের বার্তা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক ভালবাসা রইল। আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। আজ দৈনিক প্রতিদিনের বার্তার সহ সম্পাদক,ও দৈনিক দেশসংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন এর শুভ জন্মদিন- হাজার বছর পূরণ হোক তোমার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় তোমার ভরে যাক মিষ্টি সুরের বাঁশিতে।
শুভ জন্মদিন দৈনিক প্রতিদিনের বার্তার সহ-সম্পাদক ও দৈনিক দেশসংবাদ এর স্টাফ রিপোর্টার,তোমার অনাগত দিনগুলো হোক আরো সুন্দর,দৈনিক প্রতিদিনের বার্তা,এবং দৈনিক দেশসংবাদ ,এর সকল পরিবারের পক্ষ থেকে জানাই,অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন শুভকামনা। 🌹🌹🌹🌹তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
Leave a Reply