1. admin@dailypratidinerbarta.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা অপরিকল্পিত ভাবে খাল খননে ভেঙ্গে পড়েছে আলাইকুঁড়ি ব্রীজ – ভোগান্তিতে হাজারো মানুষ প্রবাস প্রজন্মে শেখ হাসিনার নেতৃত্ব-গুণ ছড়িয়ে দেয়ার সংকল্প শেখ হাসিনা পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি সভায় সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডিবির অভিযানে ০৭ ডাকাত গ্রেফতার ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যান প্রান কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের কায়েতপাড়া উপনির্বাচন: নির্বাচনি প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা- নির্বাচনের আমেজ নেই ভোটারদের মাঝে লাখাইয়ে মাদক, জুয়া ও দাঙ্গা প্রতিরোধে বিটপুলিশিং সমাবেশ নারায়ণগঞ্জের পদ্মাসিটি-২ নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে মারধর থানা অভিযোগ। নলডাঙ্গায় পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ  সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে শুক্রবার (২ জুন)। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ ছবিতে ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত গেয়েছেন গানটি। শিরোনাম ‘জানরে’। শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এ গান। এছাড়া আরো সাড়া ফেলছে ‘ফুলকুমারী’ শিরোনামের গানটিও।

ঐদিকে আলোচনায় এসেছে সিনেমাটির ট্রেলার। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বৈচিত্রময় বাণিজ্যের মেঘ ঘোরে এই অঞ্চলের আকাশে-বাতাসে।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর রহস্য, রোমাঞ্চ ও এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াল। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদকপাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই ট্রেলারে উঠে এসেছে। এসব সিনেমার প্রতি কৌতূহলী করেছে নেটিজেনদের। এমনটাই জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এছাড়া এই ছবিটি সেন্সর বোর্ডে যারা দেখেছেন, তারা এর ভূয়সী প্রশংসা করেছেন। আর এই ছবিতে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেতা বিলাশ খান।

বিলাশ খান বলেন, অনেক আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তার প্রায় তিন বছর এটি মু্ক্তি পাচ্ছে। বলতে গেলে এটা আমার জন্য আনন্দের সংবাদ। যেহেতু অনেকদিন পর আমার একটা সিনেমা হলে আসছে।

তিনি আরো বলেন, সুলতানপুরে দর্শকরা আমাকে সম্পূর্ণ অন্যরূপে দেখতে পাবে। অন্তত এটাই আমি চাই। যেহেতু সুলতানপুর সিনেমা হিসাবে ভীষণ অন্যরকম। প্রথমবার আমি একটি সুন্দর গল্প নির্ভর ছবিতে অভিনয় করেছি, যেখানে সবাই হিরো। এবং এছবির চিত্রনাট্য ছিলো আসধারন, তাই আমি খুবই উত্তেজিত এবং আশাবাদী যে ছবিটি দর্শক পছন্দ করবেন।

বিলাশ খান অভিনীত উল্লেখযোগ্য ছবি ‘হিরো ৪২০’, ‘রক্ত’, ‘মনে রেখ’। তার ‘জামদানি’ ছবির শুটিং শেষের দিকে। এছাড়া তিনি নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন যেটার পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

‘সুলতানপুর’ ছবিটির সার্বিক দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। আসাদ জামানের চিত্রনাট্যে ও সংলাপের ছবিতে আরও অভিনয় করেছেন আশিষ খন্দকার, ফারুক সুমন, অধরা খান, মৌমিতা মৌ, সাঞ্জু জন, শাহিন মৃধা ও রুম্মান রুনিসহ অনেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park