1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :

ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুর রাজ‍্য, নিহত ১, মন্ত্রীর বাড়িতে হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৮৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-

শান্তির বাতাবরণে মাঝে ফের হিংসার ঘটনা ভারতের মণিপুররাজ‍্যে। রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিম অঞ্চল, বিষ্ণুপুর জেলায় ব‍্যাপক সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে বুধবার। গুলিতে ১জন যুবক নিহত হন। আহত হয়েছেন ২ জন। বিষ্ণুপুর জেলায় উত্তেজিত জনতা পিডব্লিউডি মন্ত্রী কোন্থৌজাম গোবিন্দাসের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ‍্যে ফের সংঘর্ষ বাধায় নতুন করে সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে জারি হয়েছে কারফিউ। অন‍্যদিকে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় শান্তি বৈঠকে বসছেন সেনাকর্তা এবং রাজ‍্য প্রশাসনের প্রতিনিধিরা। মণিপুরে কুকি – মৈইতি সম্প্রদায়ের মধ‍্যে ২১ দিন ধরে চলা হিংসাত্মক সংঘর্ষে। মধ‍্যে সে রাজ‍্যে তিনদিনের সফরে পৌঁছেছেন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা। প্রথম থেকেই রাজ‍্যে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনা। সম্প্রতি বিভিন্ন এলাকার গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি বৈঠক করেছেন সেনাকর্তারা। একই চেষ্টায় রাজ‍্য সরকার। বার্তা দেওয়া হচ্ছে, হিংসা কোনও পথ নয়। আলাপ আলোচনার মাধ্যমে সমস‍্যার সমাধান হতে পারে। মুখ‍্যমন্ত্রী এ বিরেন সিং। সেনাকর্তা এবং রাজ‍্যপ্রশাসনের উচ্চপদস্থ আমলারা দফায় দফায় বৈঠক করছেন।
উল্লেখ্য, গত ৩ই মে থেকেই মণিপুরে সংখ‍্যাগুরু মৈতেই জনজাতির সঙ্গে রক্তাক্ত সংঘাত চলছে কুকি, ঝোমিও অন‍্য আদিবাসীদের। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭১ জন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি। ১,৭০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়ানো হয়েছে ২০০ টি যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park