1. admin@dailypratidinerbarta.com : admin :
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

“ভুলো মনে তোমাকেই খুঁজি”

  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

কলমে,রাজলক্ষ্মী মৌসুমীঃ-

আজকাল ভুলে যাই মনে থাকে না কিছুই।
সকালের প্রাপ্তিটুকু রাখি অন্তরে,কিন্তু যখন ছুঁতে যাই পাই না কিছুই,সব ফাঁকা
আশা- নিরাশা,ছলনার দুরাশার ভীরে ডুব দিয়েছি কতবার মনে নেই তো?
ধূম্রজালে আটকে গেছি সেই কবে।
তবুও অগোচরে কল্পনায় ডুবে থাকি।
আমি কল্পনার তরুলতা বেয়ে বেয়ে পৌঁছে যাবো ভাবি কিন্তু পারিনা তো?
পথের দিশা দেখিয়েছিলে তুমি,কত অনাবিল সুখের
কথা বলেছিলে সেদিন, হয়তো আজ আর মনে নেই তোমার।
আর কখনও এমনি করে বলোনা কাউকে মিথ্যে ছলনারis কথা।
অসীম সুখের ভার টুকু শুধু তুমি নিও,সীমাহীন কষ্টের ভার শুধু আমাকে দিও।
এভাবেই সব শূণ্যতায় জড়িয়ে রাখি নিজেকে।
চোখের কোণে একটু একটু করে কষ্টের জল জমা হয় প্রতিদিন।
চোখদুটো ভারী হয়ে আসে,জলে ভরে যায়।
আমার চোখে এতো ভালোবাসা ও একরাশ কষ্টের বিন্দু বিন্দু অশ্রু যেনো ঝরে পড়বে আকাশের বৃষ্টির মতো। পরক্ষণেই তোমায় ভুলো মনে আবার
আবিস্কার করি সেই কদম ফুলের
অনেক স্মৃতি মাখা গাছটির নীচেই।
বর্ষার বারি ধারায় কদম ফুলগুলো যেনো নুইয়ে পড়েছে তোমার আমার ভালোবাসার বুকের পাঁজরে
থোকা থোকা কদম ফুল গুলো মাথার উপর হেলেদুলে নাচছিলো ঘন বর্ষনে।
একসময় বৃষ্টি থেমে যায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আমিও যেনো বেমালুম ভুলে গেলাম প্রেমের আলিঙ্গনের মুহূর্তের সময়টুকু।
জানো? ভুলো মন বলেই আজো ভালো আছি।
না হলে চোখের জলে নদীর মোহনায় মিশে
ভেসে যেতাম অচিরেই।
যদি কখনও হারিয়ে যাই স্মৃতির সমাধিতে একটু স্পর্শ করো তোমার হাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park