সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২নং গোলখালী ইউনিয়নে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন ১নম্বর ওয়ার্ডের চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা সালমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রতিবছরের ন্যায় এবছরও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় ২নং গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ক্লাস্টারের গোলখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের চর হরিদেবপুর এলাকার ১৮৮নং চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা সালমাকে এবছর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের মধ্যে থেকে চুরান্ত ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ঘোষনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জানান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
এবিষয়ে প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা সালমা বলেন আমি খুব আনন্দিত ও খুশি। আজ এই আনন্দে স্কুলের সকল কোমলমতি শিক্ষার্থীদের, শিক্ষকদের, ম্যানেজিং কমিটির ও অভিভাবকদের প্রতি ভালোবাসা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হওয়ার জন্য আবেদন করেছি। তবে এখানেও আশা আছে হবো। ইনশাল্লাহ আমি সফল হতে পারবো। তাই সকলের কাছে দোয়া রইলো।
Leave a Reply