সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের দিল্লিতে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। হামলাকারীদের মধ্যে ১ জনের সঙ্গেই প্রৌঢ়ের ঝামেলা ছিল। সেই ঝামেলার কারণেই খুনের ঘটনাটি ঘটেছে বলে পরিবারের অভিযোগ। শনিবার (১৬ সেপ্টেম্বর ) রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির সরিতা বিহার এলাকায়। পুলিশ জানিয়েছে, রাত পৌনে ১০ টায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, সাড়ে ৯ টায় মোটরসাইকেল এসে ৬ জন যুবক অরবিন্দ মন্ডলের বাড়িতে হামলা করে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন অরবিন্দের স্ত্রী ও সন্তান। তাঁদের সামনেই অরবিন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। তাঁর স্ত্রীর উপরেও হামলা করে পালিয়ে যায় তারা। তাড়াতাড়ি অরবিন্দকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত আরও ১ জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
Leave a Reply