সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে ও মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উদ্যোগে অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচর রামনগর বাইপাস সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্ট নাগরিক ও দলীয় কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন বাইপাস সড়কের দুই পাশে আড়াই কিলোমিটার জায়গা নিয়ে ১ হাজার বৃক্ষরোপণ করেন বিধায়কসহ অন্যান্যরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন, প্রতিটি গাছের চারা রোপণকারীর নাম রয়েছে। আগামী ৩ বছর নিজ নিজ গাছের লালন পালন করবেন। উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিলচর সাংসদ ডাঃ রাজদীপ রায়, কাছাড় ডিএফও বিজয় পাল সহ বিজেপি দলের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply