সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
মাটি ধসে ৩ জন মহিলার মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ডের ধানবাদে। জানা যায়, তাঁদের বাড়িতে শৌচালয় না থাকায় ৩ জনে গিয়েছিলেন বাড়ি থেকে কিছুটা দূরের মাঠে। সেখানেই হঠাৎ ঘটে বিপত্তি। প্রথমে মাটি ধসে যাওয়ায় এক মহিলা চাপা পড়ে, তাঁকে উদ্ধারের জন্য বাকি ২ জন এগিয়ে এল তারাও চাপা পড়ে যান। ওই ৩ জন মহিলারা হলেন যথাক্রমে পারলা দেবী, ঠান্ডি দেবী এবং মান্ডবী দেবী। গন্ডুডি কোলিয়ারির ধোবি কুলহি এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। আচমকা বিকট শব্দের সঙ্গে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে বলেই খবর স্থানীয় সূত্রে। স্থানীয়রা জানিয়েছে, ঘটনার খবর দেওয়া হলে পুলিশ এবং বিসিসিএল এর খনি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ৩টি মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।