সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
আসামরাজ্য সরকারের বতর্মান মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মাকে লি কোয়ান ইয়ু এক্সচেঞ্জ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রাপকের নাম ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্তকে সিঙ্গাপুর সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উন্নয়নমূলক কর্মকান্ডের বিশেষ অবদানের জন্য সে দেশের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কোয়ান ইয়ুর স্মৃতিতে প্রতিবছর এই ফেলোশিপ প্রদান করা হয়। হিমন্তই আসামের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি এই অ্যাত্তয়ার্ড পাচ্ছেন। এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অরুণ কুমার শৌরি, মন্টেক সিংহ আলুত্তয়ালিয়া প্রমূখ লি কোয়ান ইয়ু এক্সচেঞ্জ ফেলোশিপ পেয়েছেন।
Leave a Reply