সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বিশ্বকর্মা পুজোর দিনে শ্রমিকের প্রাণহানি। সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল ৩ জনের। সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) সাতসকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া। স্থানীয় এলাকাবাসী সূত্রে প্রকাশ, স্থানীয় এক বাসিন্দার বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ চলছিল। কাজ করতে গিয়ে প্রথমে ১ জন পড়ে যান। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে যায় আরও ৩ জন সহকর্মী। ওই সেপটিক ট্যাংকে জ্ঞান হারান ৪ জন। স্থানীয় এবং প্রশাসনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। ১ জনের অবস্থা আশংকাজনক ছিল। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতেরা হলেন যথাক্রমে মনিরুল শেখ, রজব আলি এবং মাজু বিশ্বাস। মৃতদের প্রত্যেকের বাড়ি হরিহরপাড়ার মাদারতলায়। এনিয়ে এলাকায় নিহতদের পরিবারের আত্মচিৎকারে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
Leave a Reply