হাবিবুর রহমান( হাবিব),বন্দর উপজেলা প্রতিনিধিঃ-
বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৩ লাভ করেছে নারায়ণগঞ্জ বন্দরের মেয়ে হুমাইয়া জাহান ছোঁয়ামনি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় হুমাইয়া জাহান ছোঁয়ামনি। সম্প্রতি রাজধানীর ফার্মগেইটস্থ তেজগাঁও কলেজে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক চুড়ান্ত প্রতিযোগিতা ঘ বিভাগে রবীন্দ্র সংগীতে ১ম স্থান অধিকার করে তিনি এ কৃতিত্ব অর্জণ করেন।
ছোঁয়ামনি মূলতঃ নারায়ণগঞ্জ কলেজ হতে প্রতিনিধিত্ব করেন। চুড়ান্ত পর্ব শেষে তার হাতে রবীন্দ্র সংগীতের সেরা পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সভাপতি মিয়া মনসেফ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লাকী ইনাম,একুশে পদকপ্রাপ্ত শিল্পী ড.মনোরঞ্জন ঘোষাল তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ,জহীর কাজী ও মহীউদ্দিন মানু।
ছোঁয়ামনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২২নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকার ব্যবসায়ী সোলায়মান মাহমুদ চঞ্চল ও গৃহিণী ফাহিমা আহমেদের মেয়ে।
Leave a Reply