স্পোর্টস ডেস্কঃ-
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দর্শকরা এমন ঘটনার সাক্ষী হলেন যা আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেলো প্রথমবার। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
ঘটনাটি ছিল ২৫তম ওভারের। নিয়ম অনুযায়ী নতুন ব্যাটার হিসেবে ২ মিনিটের মধ্যে প্রথম বলের মুখোমুখি হতে হয়। কিন্তু ম্যাথুজ সময়ের বিষয়টি মাথায় রাখেননি।
সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরও অ্যাঞ্জেলো ম্যাথুজ মাঠে ঢুকেন। পিচে ঢুকে হেলমেট বদলাতে গিয়ে নষ্ট করেন সময়। কারণ তার হেলমেটের স্ট্র্যাপটি ভাঙা ছিল। ওই সময় তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার মারাইস এরাসমাস ও রিচার্ড উইলিংওর্থ। ম্যাথুজ অবশ্য ওই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন সাকিব আল হাসানকে। তাতেও সাড়া পাননি তিনি।
ওই সময় সাকিব বোলিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। ফিল্ডাররাও অবস্থান নিয়েছিলেন যার যার। তখন কমপক্ষে পাঁচ মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। তাতে এটাও বোঝা যাচ্ছে, আম্পায়ার তাকে আউট ঘোষণার ক্ষেত্রে অনুগ্রহ করে বেশি সময় নিয়েছিলেন
Leave a Reply