রিয়াজুল ইসলাম (আলম) রিপোর্টার সাতক্ষীরা ব্যুরোঃ-
সাতক্ষীরা জেলার দেবহাটায় ৩৫ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবসটি পালনের লক্ষ্যে ৩ ডিসেম্বর, ২৩ ইং রবিবার উপজেলা সকাল সাড়ে ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। প্রতিবন্ধি ব্যক্তিদের সম্মিলিত অংশ গ্রহণ নিশ্চিত করতে এসডিজি অর্জনে ৩৫ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস ২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা প্রতিবন্ধীদের কল্যানে সরকারের প্রতিবন্ধী ভাতা প্রদান, বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ প্রদানসহ বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করে প্রতিবন্ধীদের সমাজের বোঝা না মনে করে তাদেরকে সম্পদে পরিনত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Leave a Reply