সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
৪ বছরের ছোট ছেলেকে হত্যা করতে বালিশ ও তোয়ালে ব্যবহার করেছিল সূচনা শেঠ। ছেলেকে শ্বাসরুদ্ধ হত্যা করতে বালিশ ও তোয়ালে ব্যবহার করে ভারতের বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইও। এমনই জানালেন চিকিৎসক। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি ) রাতে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার করা হয় সূচনা শেঠকে। সূচনাকে গ্রেফতারির পর তার কাছে যে ব্যাগ ছিল, সেখান থেকে উদ্ধার করা হয় ৪ বছরের ছেলের মৃতদেহ। চিত্রদুর্গে সূচনাকে গ্রেফতারির পর তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। গোয়ার একটি হোটেলে ছেলেকে খুন করে সূচনা। এরপর হোটেল কর্মীদের গাড়ি ঢেকে দিতে বলে। গোয়া থেকে সেই গাড়ি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় ওই মহিলা। সূচনা হোটেলের ঘর ছাড়লে; সেখানে রক্তের দাগ দেখতে পান কর্মীরা। এরপর তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সূচনার গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর গাড়ি চালকের লোকেশন ট্র্যাক করে সূচনাকে চিত্রদুর্গ থেকে গ্রেফতার করে গোয়া পুলিশ। সে খবর প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছে গোটা দেশ।
Leave a Reply