সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
রেলের ধাক্কায় কাটা পড়ে ১ শ্রমিকের। ঘটনাটি সংগঠিত হয়েছে আসামরাজ্যের কাছাড়জেলার উধারবন্দ থানার অন্তগর্ত ময়নারবন্দ এলাকায়। হতভাগ্য শ্রমিক রংপুর এলাকার বাসিন্দা শ্রীবাস সেন (৪৯) বলে জানা গেছে। খবরে প্রকাশ, শুক্রবার (১৯ জানুয়ারি ) বিকাল ৪ টায় উধারবন্দের ময়নারবন্দে থাকা রেল লাইনের ১৫ নম্বর ব্রিজে কর্মরত ছিল শ্রীবাস। এসময় জিরিবাম দিক থেকে শিলচরগামী আসা একটি ইঞ্জিন শ্রীবাসকে সজোরে ধাক্কা মারে। এতে শ্রীবাসের ২টি পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীবাস। ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উধারবন্দ পুলিশকে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি হাউকাম চ্যাংসাং। পুলিশ বিষয়টি অবগত করেন জিআরপিএফকে। পরে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপিএফ বাহিনী। তারা এসে শ্রীবাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply