1. admin@dailypratidinerbarta.com : admin :
বুধবার, ১৫ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইকো দুর্নীতি মামলা খালেদার জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু জাতীয় আইটি প্রতিযোগিতায় অটিজম বিভাগে প্রথম স্হান অর্জন করেছেন,কয়রার রায়াত মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি সভায় কিশোর গ্যাং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক মাদক সহ আটক -৭ লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ ব্লক প্রদর্শনীর ধান কর্তণের শুভ উদ্বোধন অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি গিয়াস উদ্দিন কারাগারে রানীশংকৈলে,হিসাব রক্ষক বিভাগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কদমতলী থানা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মুন্সীগঞ্জ ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা, ২০০ জনের বিরুদ্ধে মামলা।

পা কাটা শরিফার ঘাতক ট্রাকটর ড্রাইভারের হুমকিধামকিতে দিশেহারা পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮২ বার পঠিত

আব্দুর রশিদ,নীলফামারীঃ-

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের ছোট্ট মেয়ে শরিফা (৭) সেদিন সহপাঠীদের সাথে দৈনন্দিনের মতন স্কুল যাচ্ছিলো। যাওয়ার পথে একটি বেপরোয়া ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে সারাজীবনের জন্য হারাতে হলো তার একটি পা! প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে জমিন চাষের ট্রাকটরের লাইসেন্স বিহীন ড্রাইভার দ্বারা ধাক্কা দিলে সাথে সাথে পা টা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তাকে নিয়ে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ থেকে বিমান যোগে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়েও পা খানা রক্ষা হয়নি, চিরতরে পা হারাতে হয়েছে শিশু শরিফার। দীর্ঘ তিনমাস ধরে শিশুটির একটিবার খোঁজ নেয়নি ট্রাক্টর মালিক ভুপতি রায় কিংবা ড্রাইভার শাহিন (১৭)। ঘটনার সরজমিনে এর সত্যতা পাওয়া যায়, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের কন্যা গত বছরের ১৪ অক্টোবরে শরিফা (৭) অন্যান্য বাচ্চাদের সাথে স্কুল যাওয়ার পথে এই দূর্ঘটনার কবলে পরে ঘটনা ঘটে। কিন্তু জানা যায় পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা। ঘটনার দুইমাস পরে সদর থানায় অভিযোগ দিলেও ট্রাক্টর মালিক ভুপতি রায়ের নিকটাত্মীয় বড় অফিসার হওয়ায় মামলা খানি আমলে নিতে দুইমাস কেটে যায়, পরে জেলা পুলিশ সুপার এর দৃষ্টিতে এলে তড়িঘড়ি করে মামলা আমলে নেয় এবং ট্রাক্টর মালিক ভুপতি রায় কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে যায়। এদিকে প্রভাবশালী ভুপতি রায় এবং ড্রাইভার শাহীনের পরিবারের হুমকিধামকিতে দিশেহারা হয়ে পড়েছে শিশু শরিফার বাবা মজদুর শফিকুল ইসলাম। এই বিষয়ে তার সাথে কথা বললে তিনি আলোকিত বাংলাদেশ কে অশ্রুসিক্ত চোখে বলেন, নাবালক ড্রাইভার যার কোন লাইসেন্স নেই, তার দ্বারা ট্রাকটর চালানোর চাবি কিভাবে মালিক দেয়? এখন ড্রাইভার এবং মালিকের পরিবারের হুমকিতে রাস্তার পেছন দিয়ে চলাফেরা করতে হচ্ছে, এমনিতেই শরিফার চিকিৎসার খরচে নাস্তানাবুদ হয়েছি। এবিষয়ে নিত্যানন্দীর এলাকার বাবু মিঞা বলেন ১ নম্বর আসামিকেও ধরা উচিত ছিলো, তাহলে এতো সাহস পেতেন না! এবিষয়ে টুপামারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার মেম্বার হাবিবুর রহমান ওরফে সেবু আলোকিত বাংলাদেশ কে বলেন, ঘটনার দিন থেকে একমাস ধরে মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু ট্র্যাক্টর মালিক কিংবা ড্রাইভার পক্ষ কোনরকম সারা দেননি।
এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন,১ নং আসামি কে পাওয়া যায়নি, মামলার ২ নং আসামিকে গ্রেফতার করে কোর্টে দিয়েছি এবং ঘাতক ট্রাকটর আটক করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park