অনলাইন ডেস্ক:-
নোয়াখালী সদর উপজেলার দোকানদার মো. গোলাম মোস্তফাকে (৪০) হত্যার মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মো. আবদুল মান্নান (৬৫) ও তার ছেলে মো. সোহেল (৩৫)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন। রায় ঘোষণার সময় ছেলে মো. সোহেল উপস্থিত থাকলেও বাবা মো. আবদুল মান্নান পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০টার দিকে গোলাম মোস্তফা তার জনতা বেকারিতে আয়-ব্যয়ের হিসাব করছিলেন। এ সময় আসামিরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল ও কর্মচারী জসিম বাঁচানোর চেষ্টা করলেও আসামিদের বাধার মুখে তারা এগিয়ে আসতে পারেনি। এরপর তারা দোকান থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ প্রায় ১৭ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বে চাঁদা দাবি করে আসামিরা। টাকা না দেওয়ায় হামলা করে মৃত্যু নিশ্চিত করে লুট করে টাকা নিয়ে যায়।
Leave a Reply