আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট সংলগ্ন আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের একাডেমি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করলেন নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
শনিবার (১৮মার্চ) দুপুরে অত্র কলেজের একাডেমি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন তিনি।
অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান দীপকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দাস, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম মানিক, সাবেক সাধারণ সম্পাদক বসির আহমেদ, চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবুল বাসারসহ কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply