1. admin@dailypratidinerbarta.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির মুন্সীগঞ্জের লৌহজংয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ শেখ হাসিনার নামে যত মামলা ফতুল্লার কায়েমপুরে বিএনপি নেতা পরিচয়ে এসকে শাহীনের আধিপত্য বিস্তারের চেষ্টা। বিসিবির নতুন সভাপতি মুন্সিগঞ্জের ফারুক আহমেদ মুন্সীগঞ্জের কৃতি সন্তান সরকার উপদেষ্টা যা বললেন ভূমিদস্যুদের বিরুদ্ধে। মুন্সীগঞ্জের কৃতি সন্তান স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী

ধুনটে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পঠিত

নাজমুল হাসান নাজিরঃ-

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। একটি কক্ষে সকাল ১০ টা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতী বিহীন ভোট শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ( প্রিজাইডিং অফিসার) । বিজয়ী প্রার্থীগণ হলেন সাধারণ অভিভাবক সদস্য পদে আব্দুল হান্নান -২০৬ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন, আরিফুল ইসলাম টুকু-১৯৮ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন, আব্দুল হান্নান আকন্দ-১৯১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন, ফরহাদ হোসেন-১৬৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন । সাধারণ শিক্ষক সদস্য পদে কামাল পাশা ৮ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন, আব্দুল হান্নান ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে রুনা লায়লা ৬ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন। ভোট যুদ্ধে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় হেরেছেন তারা হলেন মুন্জুরুল হক তিনি পেয়েছেন ১৫৩ ভোট, গোলাম রহমান পেয়েছেন ১৫০ ভোট, আব্দুল আলীম পেয়েছেন ১৪৬ ভোট, ফজলুর রশিদ বাচ্চু পেয়েছেন ১২৯ ভোট । অত্র বিদ্যালয়ের ৪৩৬ ভোটের মাধ্যে ৩৬১ ভোট সংগ্রহ হয়েছে এবং দুইটি ভোট পঁচা হয়েছে। ভোট যুদ্ধে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা শেষে ৪জন প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করেন। এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় ও বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকায় ভোটারগণ আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভোট দিয়েছেন এবং শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম বলেন এখন থেকে এক সপ্তাহের মধ্যে অভিভাবক সদস্য , শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যের ভোটে ম্যানেজি়ং কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর , উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park