নিজস্ব প্রতিনিধিঃ-
৮ এপ্রিল শনিবার এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের “মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল” এবং হুসনে সওত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর প্রায় ১:৩০ মি. পর্যন্ত চলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ রমজানের গুরুত্ব ও ফযিলত এবং রমজানে করণীয়-বর্জনীয় বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও অর্থনীতিবিদ সাইফুদ্দিন সিকদার। সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল কবির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে তানযীমুল উম্মাহ গার্লস শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান কুরাইশি, তানযীমুল উম্মাহ ক্যাডেট শাখার প্রিন্সিপাল শোয়াইব হোসাইন, তানযীমুল উম্মাহ হিফয চিটাগাংরোড শাখার প্রিন্সিপাল মনির হোসাইন হেলালি। এছাড়াও অতিথি হিসেবে অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে দোয়া-মুনাজাত এবং সবার মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply