আরিফ খান শুভ,স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
বুধবার (৩ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশ।
অভিযানে দুরপাল্লার শতাধিক পরিবহন কাউন্টার গুড়িয়ে দেওয়ায় ঢাকা থেকে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের পূর্বাঞ্চলীয় ১৮ জেলার বিভিন্ন রুটে যাতায়াতকারী হাজার হাজার নারী, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়তে বাধ্য হন।
উচ্ছেদ অভিযানের সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, যাত্রীদের আমরা নিরাপত্তা দিতে পারবো। কিন্তু ঝড়-বৃষ্টিতে তাদের অবস্থান করার আশ্রয়স্থল আমরা দিতে পারবো না।
নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ফুটওভার ব্রিজের সম্প্রসারণ কাজের জন্য উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply