1. admin@dailypratidinerbarta.com : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় অসংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন নাইকো দুর্নীতি মামলা খালেদার জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু জাতীয় আইটি প্রতিযোগিতায় অটিজম বিভাগে প্রথম স্হান অর্জন করেছেন,কয়রার রায়াত মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি সভায় কিশোর গ্যাং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক মাদক সহ আটক -৭ লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ ব্লক প্রদর্শনীর ধান কর্তণের শুভ উদ্বোধন অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি গিয়াস উদ্দিন কারাগারে রানীশংকৈলে,হিসাব রক্ষক বিভাগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কদমতলী থানা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

মুন্সিগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ-

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম ফজল হক দেওয়ান (৩৮)। তিনি চরমুক্তারপুর গ্রামের নুরু দেওয়ানের ছেলে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে মাদক ব্যবসার দ্বন্দ্ব কেন্দ্র করে একই গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে ফজল হকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফজল হককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন মোশারফ। ফজলকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে চরমুক্তারপুর গ্রামে ফজল হক ও মোশারফ হোসেন পক্ষের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে সোমবার দুপুরের ফজল হক পক্ষের এক ব্যক্তিকে মারধর করেন মোশারফ পক্ষের লোকজন। এ বিষয়ে জানতে ফজল হক মোশারফের বাড়িতে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে মোশারফ ধারালো ছুরি দিয়ে ফজলের পেটে আঘাত করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে চরমুক্তারপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাতটার দিকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করেন ফজল হক পক্ষের লোকজন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান রাতে দৈনিক প্রতিদিনের বার্তাকে বলেন, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সন্ধ্যায় কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কুপিয়ে আহত করার অভিযোগে ফজল হকের বোনের জামাই বাদী হয়ে মোশারফসহ তিনজনকে আসামি করে মুন্সিগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

এর আগে রোববার চরমুক্তারপুর গ্রামে আবদুল্লাহ রাঢ়ী (১৫) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়। ওই দিন বেলা তিনটার দিকে গ্রামের কামাল দেওয়ানের বাড়ি থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই গ্রামে দুই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park