1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা কার্যালয় উদ্বোধন কমিটি ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এন কায়সার জুয়েল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ অভি, সাংগঠনিক সম্পাদক নোমান হাসেমী, দপ্তর সম্পাদক আবদুর রহমান ইবনে আমিন, কমিটির অন্যান্য সম্পাদক মন্ডলী সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার ( ০৬ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বর ফিরোজ মার্কেটে দ্বিতীয় তলায় বিএমইউজে টেকনাফ উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এস এন কায়সার জুয়েলের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউনুছ অভির সঞ্চালনায় ও আবদুর রহমান ইবনে আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান,

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বিশেষ বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্। কক্সবাজার জেলা শাখার সদস্য শায়েক আহমেদ জেলা সদস্য মোহাম্মদ ইউসুফ, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ,
দৈনিক বঙ্গভূমি টেকনাফ প্রতিনিধি সৈয়দ আলম, দৈনিক বাংলাদেশ সংবাদ টেকনাফ প্রতিনিধি আবদুল মাবুদ সহ আরো অনেকে।

প্রধান অতিথি বলেন, চলমান বহমান বিষয়গুলো সমাজের সামনে যারা প্রকৃত তথ্য সহ তুলে ধরেন তারাই সাংবাদিক। সাংবাদিকদের স্বার্থসিদ্ধ উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
তাই একজন সাংবাদিকের উচিত সঠিক তথ্য সমাজকে জানানো। আজকে সাংবাদিকরা খুবই খুবই অবহেলিত। তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park