1. admin@dailypratidinerbarta.com : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একে একে বেরিয়ে আসছে এনবিআরের ‘কালো বিড়াল’, কোথায় কী সম্পদ মুন্সীগঞ্জে রাস্তার পাগলকে বদলে দিলেন সেবায় মানবকল্যাণ টিম শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক মুন্সীগঞ্জে শুক্রবার প্রধানমন্ত্রী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা ডিসি মতলব উত্তরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চার পরিবার সমাজচ্যুত মুন্সীগঞ্জে শুক্রবার প্রধানমন্ত্রী আগমনে বিষয়ে যা বললেন এমপি মুন্সীগঞ্জে পদ্মায় প্রধানমন্ত্রী আগমনে জেলা পুলিশ সুপার ব্রিফিং মতিউরের চার ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ কয়রায় যৌতুক নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়া মা -মেয়ে বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১ আগষ্ট

রোনালদোকে নিয়েও শিরোপার স্বপ্ন দেখতে পারছে না আল নাসর!

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:-
সৌদি প্রো লিগে অপেক্ষার প্রহর ফুরিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। অভিষেক ম্যাচ খেলেছেন ঠিকই। কিন্তু সেটা স্মরণীয় হলো না। ইত্তিফাক এফসির বিপক্ষে তার দল আল নাসর ১-০ গোলে জিতলেও মারসুল পার্কে স্কোরশিটে নাম তুলতে পারেননি। তবে রোনালদোর উপস্থিতিতে লিগ জয় সহজ হবে, এমনটাও মনে করেন না দলটির কোচ রুদি গার্সিয়া।

প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে আলো ছড়ানোর পর পর্তুগিজ যুবরাজকে নিয়ে প্রত্যাশাটা ছিল পাহাড়সম। কিন্তু পুরোটা সময় মাঠ দাপিয়ে বেড়ালেও গোলের দেখা পাননি। সুবর্ণ সুযোগটি ছিল প্রথমার্ধে। ফ্রি কিক থেকে শট নিলে সেটা ক্রসবারের ওপর দিয়ে গেছে। তাছাড়া সতীর্থদের দিয়ে সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ৩১ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার হেড থেকেই আসে জয়সূচক গোল। তাতে পুনরায় লিগের শীর্ষে চলে এসেছে আল নাসর। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে আল হিলাল।

২০০ মিলিয়ন ইউরোতে আল নাসরে আসার পর রোনালদোর অভিষেকটা বহুল আকাঙ্ক্ষিত হয়ে দাঁড়িয়েছিল। দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে সেটা বিলম্বিত হয়েছে। অভিষেকে ইত্তিফাক এফসির বিপক্ষে গোল না পেলেও তার উপস্থিতি দলকে জেতাতে অবদান রেখেছে বলে মনে করেন আল নাসর কোচ রুদি গার্সিয়া, ‘যখন রোনালদোর মতো একজন খেলোয়াড় দলে থাকে। তখন সেটা ইতিবাচক হয়ে দাঁড়ায়। কারণ তার উপস্থিতি ডিফেন্ডারদের মনোযোগ বিক্ষিপ্ত করতে ভূমিকা রাখে। একমাত্র গোলের বেলায় সেটাই হয়েছে।’

অবশ্য রোনালদোর গোল করতে না পারার জন্য পর্যাপ্ত বিশ্রামের অভাবকে টেনে আনলেন তিনি, ‘ওর জন্য আমরা সুযোগ তৈরি করেছি। খেলোয়াড়দেরও বলেছি রোনালদো-তালিস্কাকে ঘিরে আক্রমণে বৈচিত্র্য তৈরি করতে। তবে এটা ভুলে গেলে চলবে না সে পিএসজির বিপক্ষে খেলেছে এবং পর্যাপ্ত বিশ্রাম পায়নি।’

তবে রোনালদোকে নিয়ে লিগ জয় সহজ হবে- এমনটা মনে করেন না গার্সিয়া, ‘রোনালদোর থাকার পরেও সৌদি লিগ জয় সহজ হবে না। সেটার কারণ প্রতিযোগীদের শক্তিমত্তা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park