1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে টাকা ছিনিয়ে নিতে হত্যা: তিন আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত

মোঃ ফয়সাল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ-

মুন্সীগঞ্জে একটি হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় দেন। এ সময় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. মিলন শিকদার, মো. ফয়সাল ও নাজির হোসেন মোড়ল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত আ. বারেক শেখ জেলার টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী উদ্যোক্তা ছিলেন। ২০২১ সালের ৭ জানুয়ারি সকালে বারেক শেখ নিজ বাসা থেকে তার অফিসের উদ্দেশে বের হন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ নিহতের বাবা মোস্তফা শেখকে জানায় বারেক শেখ জখমপ্রাপ্ত হয়ে তৌলকাইগামী ব্রিজের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে পড়ে আছে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার দিন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনিয়ে নেওয়ার জন্য নিহত বারেক শেখকে হত্যা করে বলে মামলার অভিযোগ থেকে জানা যায়।

পরে ওই ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করলে ওই মামলায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিন জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। এ ছাড়া আসামিরা গ্রেফতারের পর আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ তিন বছর বিচারকার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, ‘যথাযথ বিচার-বিশ্লেষণ শেষে আদালত এই যুক্তিযুক্ত রায় প্রদান করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park