1. admin@dailypratidinerbarta.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা পথচারীদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা রাজধানী যাত্রাবাড়ী থেকে ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি কদমতলীতে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ কয়রায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে খুশির ঝিলিক ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড জুরাইনে ডিএমপি ট্রাফিকের  উদ্যোগে শ্রমজীবী ও পথচারীদের  মাঝে বিশুদ্ধ  পানি ও খাবার স্যালাইন বিতরণ

হরিপুরে কমেছে গম চাষ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৭ বার পঠিত

সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের উওর অঞ্চল ঠাকুরগাঁও জেলা গম, ভুট্টা চাষে বিখ্যাত। ৭ টি উপজেলার ন্যায় হরিপুর উপজেলায় এবছর কমেছে গমের আবাদ, কৃষক কম খরচে অতিরিক্ত লাভের পরিবর্তে সল্প সময়ে ঝুকছে ভুট্টা চাষে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে গত ৬বছরের গম চাষ হিসাব বিশ্লেষণ করলে অনুমান করা যায় গম চাষ প্রায় বিলুপ্তির পর্যায়ে। ২০১৬-১৭চাষ মৌসুমে জেলাতে গম চাষ হয়েছিল ৬৭ হাজার ৮২০হেক্টর জমিতে ২০১৭-১৮ চাষ মৌসুমে ৬১হাজার হেক্টর ২০১৮-১৯চাষ মৌসুমে ৫০হাজার ২২০হেক্টর২০১৯-২০২০চাষ মৌসুমে ৫০হাজার৬৫০হেক্টর২০২০-২১চাষ মৌসুমে ৪৭হাজার৪৫০হেক্টর২০২১-২২চাষ মৌসুমে ৪৫হাজার১৯২হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। সর্বশেষ ২০২২-২৩ চাষ মৌসুমে তা আর ও কমেছে। এবছর গম চাষ হয়েছে ৩১হাজার ১৫০ হেক্টর জমিতে। তবে চলতি বছর গম চাষ মৌসুমে জেলাতে ৪৪হাজার ৬৯৯হেক্টর জমিতে গম চাষের লক্ষ মাত্রা ধরেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কেন গম চাষে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক, এমন প্রশ্নে বিমুখ কৃষকদের সাথে কথা হলে তারা জানান, গম চাষের তুলনায় ভুট্টা ও আলু চাষ সবচেয়ে বেশি লাভ জনক । কারণ জানতে চাইলে স্হানীয় কৃষক মতালেব হোসেন জানান, গম চাষের তুলনায় ভুট্টা ও আলু চাষ সবচেয়ে বেশি লাভ জনক, খরচ ও তেমন বেশি নয়, গম বিঘা প্রতি ১০-১২ মণ হতে পারে কিন্তু অপরদিকে ভুট্টা চাষে বিঘা প্রতি৪০-৪৫মণ উৎপাদন হয়। গবাদি পশু পাখি মানুষের খাদ্যের চাহিদা বেশি হওয়ায় গমের আবাদের চেয়ে ভুট্টা ওআলু চাষে ঝুকছে কৃষক। কৃষক জয়নুল হক জানান যেসব জমি আগে গমে ভরে থাকতো সেসব জমিতে এখন ভুট্টা সহ অন্যান্য ফসল ফলাচ্ছে কৃষক। আমি ও এবছর ১বিঘা জমিতে গম চাষ করেছি বীজের দাম একটু বেশি হওয়ায় এবছর বীজ কিনতে ভোগান্তিতে পড়েছি তাতে আগামী বছর গম চাষে আরও কৃষকের আগ্রহ হারাবে। কৃষি অফিসের গম চাষের লক্ষ্য মাত্রা অনুযায়ী বীজের চাহিদা হেক্টর প্রতি ১২০কেজি হলে ৫হাজার ৩৬৪টন বীজ,যা চাহিদার তুলনায় অনেক কম অপর পক্ষে গম চাষ ধীরে ধীরে কমে যাওয়ায় খাদ্য ও পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করেন এভাবে গমের চাষ কমে গেলে দেশকে গম আমদানি নির্ভর হতে হবে, ফলে খাদ্য চাহিদার দাম তুলনা মুলক ভাবে বেড়ে যাবে তাই আমাদের উচিত গম চাষে কৃষকদের উৎসাহ প্রদান দিক নির্দেশণা ওপরামর্শ প্রদাণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park