সুজন চক্রবর্তী, আসাম( ভারত):-
মাওবাদী হামলার রক্তাক্ত হল ভারতের মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের সুকমা জেলা। শনিবার সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩জন ডিআরজি জওয়ান। শহিদ জওয়ানরা হলেন এএসআই রামুরাম নাগ, অ্যাসিস্টেন্ট কনস্টেবল কুঞ্জম যোগ ও সৈনিক ভঞ্জম ভীমা। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পি সুন্দররাজ সাংবাদিকদের জানান, শনিবার সকাল ৯ টায় জাগরগুন্ডা ও কুন্দেড গ্রামের মাঝে ডিআরজির একটি দল যখন তল্লাশি অভিযানে বেরিয়েছিল, তখন মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়। জঙ্গলের মধ্যে মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জন ডিআরজি জওয়ান। হামলার চালানোর পর মাওবাদীরা পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী
Leave a Reply