সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
তিনবছর আগে কাঁচা বাড়িতে দারিদ্র্যের মধ্যে বসবাস করা তেইশ বছর বয়সী এক যুবক কোটি টাকা মূল্যের একটি বাড়ি তৈরি করেছেন। বেশকিছু বিলাস বহুল যানবাহন এবং বিশাল সম্পত্তি রয়েছে। সিনেমার গল্পের মতোই যুবকের উত্থান সবাইকে চমকে দিয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে আসল যুবকের আসল রহস্য। ওই যুবকের নাম মোছাব্বির হোসেন। আসামরাজ্যের মরিগাঁও জেলার মৈরাবাড়ির একজন মোস্ট ওয়ান্টেড সাইবার অপরাধী মোছাব্বির। পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, ৮ম শ্রেনী পাস করা মোছাব্বির হোসেন তিনবছর আগে সাইবার অপরাধে জড়িয়ে পড়েন। তারা নিজেদের বিক্রম সিং এবং হারমিত সিং বলে পরিচয় দেয় এবং অন্য ব্যক্তির নামে জাল আধারকার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জারি করেছিল। জাল সার্টিফিকেট দিয়ে অনলাইনে ঋন নিয়ে ৩ বছরের মধ্যে কোটিপতি হয়েছেন ২৩ বছর বয়সী মোছাব্বির। সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। আসাম, কেরালা এবং অন্যান্য রাজ্যে লুকিয়ে থাকা সাইবার অপরাধী পুলিশের চাপে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একইভাবে মোছাব্বির হোসেন বৃহস্পতিবার মরিগাঁও পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এসপি জানান, জিজ্ঞাসাবাদে মোছাব্বির অনেক অপরাধের বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে।
Leave a Reply