সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
মাকে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে। কলকাতা বিধাননগরের অধীন নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলে মঙ্গলবার সকালে ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সাংবাদিকদের জানান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে লক্ষী সামন্ত ( ৪৯) নামে এক মহিলাকে। সোমবার শেষ রাতে ওই ঘটনার পরে মৃতার ছেলে সোমনাথ সামন্ত থানায় এসে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বাচলের ২১ নম্বর গলিতে থাকত ওই পরিবারটি। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, সোমনাথ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিল। পূর্বাচলের ওই বাড়িতে মায়ের সঙ্গেই থাকত সে। তার স্ত্রী আলাদা থাকেন। ইদানীং সোমনাথের হাতে কোনও কাজ ছিল না। চরম আর্থিক সংকটের মধ্যে ছিল পরিবারটি। এসব নিয়েই বাড়িতে মাঝে মধ্যে মায়ের সঙ্গে তার ঝগড়া হত। সোমবার রাতে মা ও ছেলের মধ্যে গোলমাল হয়েছিল বলে প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীরা জানান, জেরার মুখে সোমনাথ জানিয়েছে, সে রাগের বশে মায়ের গলা টিপে ধরেছিল। তাতেই মৃত্যু হয় লক্ষীর। এর পরে সোমনাথ নিজেই নারায়ণপুর থানায় হাজির হয়। মাকে খুনের ঘটনার কথা জানাতে পুলিশকর্মীরা ও অবাক হয়ে যান। সোমনাথকে থানায় বসিয়ে রেখে পুলিশ পূর্বাচলের ওই বাড়িতে গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ সোমনাথের কথা বিশ্বাস করলেও মহিলার মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
Leave a Reply