1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে, মুখ‍্যমন্ত্রী নবীন পট্টনায়েকের জরুরি বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৭ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)

ফের একবার সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে আগামী ৬ই মে তারিখের মধ‍্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্নাবর্ত। আর তা ধীরে ধীরে সাইক্লোনের আকার নিতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন ভারতের ওড়িশার মুখ‍্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে সাইক্লোন তৈরির একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এনিয়ে দীর্ঘক্ষন ধরে চলে এই বৈঠক। আর সেখানে যে কোনও পরিস্থিতির জন‍্য আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে। দ্রুত সাইক্লোন সেন্টারে মানুষজনকে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। বিশেষ করে নিচু এলাকাতে থাকেন তাঁদের দ্রুত সরানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে সাইক্লোন “মোচা” আছড়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে যোজনা তৈরি রাখার কথাও আধিকারিকদের জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী নবীন পট্টনায়কের। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের কলকাতা সহ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৬ তারিখ থেকেই বদলে যাবে আবহাওয়া। কালবৈশাখীর মত পরিস্থিতি ও তৈরি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গের একাধিক জেলাতে ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। ৩ই মে থেকে বঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ‍্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও ৫ই মে কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park